গতকাল মঙ্গলবারও তিনি আসবেন, এমন শোনা গিয়েছিল। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান সফর নিয়ে কথা বলবেন, এমন গুঞ্জনও ছিল শেরে বাংলায়। কিন্তু তার কোনোটাই হয়নি কাল।
এদিকে আজ (বুধবার) বিকেলে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের ম্যাচ চলার সময় প্রেসবক্সে চাউর হয়ে গেল খবর, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ডে আসছেন এবং ক্রিকেটারদের পাশাপাশি বোর্ড পরিচালকদের সঙ্গে বসে পাকিস্তান সফর নিয়ে কথা বলবেন।
আজ আর গুঞ্জন কিংবা রটনা নয়। বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক-অনির্ধারিত বৈঠকে বসেছিলেন বিসিবি প্রধান। সেখানে আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনসহ বিসিবির সিনিয়র পরিচালকদের বড় অংশই উপস্থিত ছিলেন।
এদিকে মিডিয়ার উম্মুখ অপেক্ষা। শেরে বাংলার প্রেসবক্সে ঢাকা প্লাটুন আর রংপুর রেঞ্জার্সের ম্যাচ বাদ দিয়ে সাংবাদিকদের বেশিরভাগেরই নজর এখন বিসিবিতে। ধারণা করা হচ্ছে, হয়তো নাজমুল হাসান পাপন কিছু একটা বলবেন।