ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭০২ জনে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।
সিভিল সার্জন জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষায় এই ২১ জনের করোনা শনাক্ত হয়।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৭ জন ও আখাউড়া উপজেলায় ৩ জন।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১৭০২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৮ জন। মারা গেছেন ২৭ জন। আইসোলেশনে রয়েছেন ৮৯২ জন।