জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে ১০০ বেকার যুবককে চাকরি দেবে নোয়াখালী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন। জেলা প্রশাসনের সহায়তায় ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে নোয়াখালী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফিরোজ, সদর উপজেলা সভাপতি বোরহান উদ্দিন আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক মো. নুরনবী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।