1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করলো ইরাক

ডেস্ক রিপোর্ট (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ১৬৮

কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে বেশ কয়েকজন কমান্ডার হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জানিয়েছে ইরাক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে পাঠানো আলাদা চিঠিতে এ অভিযোগ জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইরাকি ভূমিতে অবস্থান করে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা ইরাকের সার্বভৌমত্বকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। চিঠিতে মার্কিন হামলায় ইরাকি সেনা কমান্ডারদের নিহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।

এর আগে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েল্লারকে তলব করে ইরানের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকের মিলিশিয়া বাহিনী হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে।

ইরাকের পার্লামেন্টও রোববার দেশটি থেকে অবিলম্বে মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস করেছে। গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী।

হামলায় ইরাকের হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হয়েছেন। গত সপ্তাহে হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জওয়ান নিহত হন। পার্সট্যুডে।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart