প্রথমে চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও পরে, ইউটিউবে খুব অল্প সময়ে জনপ্রিয় নির্মাতা হয়ে উঠেন তিনি।
হৃদের মিডিয়াতে যাত্রা শুরু করেন ২০০৭ থেকে। ক্যারিয়ারের শুরুটা ছিলো শিশু শিল্পী হিসেবে পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র “দাদু ভাই” দিয়ে। এর মধ্যে উল্লেখ্য “অপরাধী সন্তান”, “এক টাকার দেনমোহর” ও “দাদু ভাই”।
এরপর বেশ কিছু পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্রেশিল্পী হিসেবে অভিনয় করে অল্প সময়েই নির্মাতাদের চোখে পড়েন তিনি।
আরো পড়ুন :ইউটিউবে হৃদ এর নতুন মিউজিক ভিডিও
হৃদ বলেন, আমার মিডিয়াতে কাজ শুরুচলচ্চিত্র দিয়ে। এখন ইউটিউবে নিজে নির্মাতা হিসেবে সফলতা অর্জনের ইচ্ছা আমার। আর সেই লক্ষেই নিজেকে তৈরী করছি। বর্তমানে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ইত্যাদি নিয়ে সময় কাটছে। ইতিমধ্যে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিও করেছি।
ইউটিউবে নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়াটা বেশ কঠিন। কিন্তু আমি হাল ছাড়তে রাজি না। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো বাকিটা শুভাকাঙ্ক্ষী এবং ভাগ্যের ওপর নির্ভর করছে।