1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৩:০৩ পূর্বাহ্ন

সব প্রতিষ্ঠানকে প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ১৬৩

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ‘আমি অবাক হয়ে যাই, দেড় থেকে দুই বছর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মতো এক প্রতিষ্ঠান রাস্তা নির্মাণ করতে গিয়ে ৩০০ ফুট পাহাড় কেটে ফেলছে। দেশের অনেক সরকারি প্রতিষ্ঠান প্রকৃতির প্রতি খেয়াল করে না। বিষয়টি আমাকে খুব পীড়া দিয়েছে। সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে।’

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশর প্রতি বর্গ কিলোমিটারে ১১শ লোক বসবাস করে, তবুও বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। এটা বিশ্ব খাদ্য সংস্থার কাছে এক বিস্ময় ও কেস স্টাডি। শহরে মানুষ বেড়েছে, দালান বেড়েছে। এরপরও বৃক্ষ বেড়েছে। এর কারণ মানুষ সচেতন হচ্ছে। এসময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট বিশ্ববিদ্যালয় জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের নামে একটি করে গাছ লাগানোর প্রস্তাব করেন। ’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার বলেন, এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অন্যরকম। এর প্রাকৃতিক বৈশিষ্ট্য, স্বকীয়তা বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আমরা আমাদের সিনিয়র শিক্ষক ও যারা এসব বিষয় বুঝেন, তাদের নিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছি, তা শীঘ্রই উপস্থাপন করা হবে।  এই বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে সুবজ সমারোহকে অক্ষুন্ন রেখে।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে প্রফেসর গিয়াস উদ্দীন আহমেদ, প্রফেসর ড. ইসতিয়াক হোসেন ও প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দীন বক্তব্য  রাখেন।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart