আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে রোববার (২৫ জানুয়ারি) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ওইদিন বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা, ইসির পক্ষ থেকে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। পুরো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।