করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গ্রীসের রাজধানী এথেন্সে আগামী ২৭ জুলাই বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই মধ্যে ফ্লাইটের জন্য নিবন্ধিত ১২০ যাত্রীর নাম প্রকাশ করা হয়েছে।
বিমান সূত্র জানায়, আগামী ২২ জুলাইয়ের মধ্যে যাত্রীরা প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে পারবেন।
রোববার (১৯ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাত্রীদের ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। ফ্লাইটের জন্য এই সার্টিফিকেট বাধ্যতামূলক।
সরকার নির্ধারিত ১৬টি সেন্টার থেকে এই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে বলে জানান তিনি।
এদিকে, গ্রিস সরকারের নির্দেশনা অনুযায়ী এথেন্সে প্রবেশের ২৪ ঘণ্টা আগে বাউন্ড প্যাসেঞ্জারদের অবশ্যই অনলাইনে পিএলএফ (প্যাসেঞ্জার লোকেটার ফর্ম) ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফরম পূরণ করে আবেদন করলে কনফার্মেশন দেওয়া হবে। সেই কপি বিমানবন্দরে অবশ্যই দিতে হবে।