• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

বন্যার্তদের পাশে দাঁড়ালেন আমির খান

বাংলা ২৪ বিডি নিউজ:
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

আসামের বন্যা প্রাণ কেড়েছে বহু মানুষের। বহু মানুষ হারিয়েছে তাদের ঘর সংসার। বন্যার জলে রোজ বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে অসমের বহু মানুষের। প্রাথমিক হিসাব বলছে, এই বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

 

বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে আসামে তৈরি হয়েছে ৭৫৯ টি ত্রাণ শিবির। এই ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছেন প্রায় ২ লাখের বেশির মানুষ। এছাড়াও, ৬৩৬টি কেন্দ্র থেকে ত্রাণ বিলি করা হচ্ছে। আর এবার বন্যা বিপর্যস্ত আসামের পাশে দাঁড়ালেন আমির খান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রায় ২৫ লক্ষ টাকা দান করেছেন। আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। তবে শুধুই আমির খান নন, এর আগে ত্রাণ তহবিলে অর্থদান করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেঠি।


এই বিভাগের আরও সংবাদ