• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশের কাছে ৬ গোলে হারলো মালয়েশিয়া, বিস্মিত কোচ

বাংলা ২৪ বিডি নিউজ:
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

ফিফা র‌্যাঙ্কিং দেখে সবসময় সব দলকে মাপা যায় না। এই যেমন মেয়েদের ফুটবলে মালয়েশিয়ার অবস্থান ৮৫ আর বাংলাদেশ ১৪৬তম। অর্থাৎ ৬১ ধাপ এগিয়ে মালয়েশিয়া। কিন্তু বৃহস্পিতবার মাঠের লড়াইয়ে পিছিয়ে থাকা বাংলাদেশকেই সবচেয়ে বেশি আধিপত্য করতে দেখা গেলো। পাত্তা না দিয়ে বাংলাদেশ ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষদের। এভাবে বিধ্বস্ত হবে, তা চিন্তাও করেনি সফরকারীরা। ম্যাচের পর বিস্ময় ফুটে উঠেছে মালয়েশিয়া কোচ জ্যাকব যোশেফের কথায়।

 

হারের পেছনে প্রস্তুতির ঘাটতি মনে করছেন এই কোচ। সংবাদ সম্মেলনে অসহায় সুরে বলেছেন, ‘বাংলাদেশ দলের বেশ ভালো প্রস্তুতি দেখেছি। আমরা মূলত এখানে এসেছি দলের পরীক্ষা করতে। মাত্র ৮দিন আগে অনুশীলন শুরু করেছি। ফলে বেশি কিছু করতে পারার সুযোগ নেই। তবে ৬-০ গোলের হারটি আমাকে বিস্মিত করেছে।’

 

আগামী জুলাইয়ে ফিলিপাইনে আসিয়ানভুক্ত দেশগুলোকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্টে প্রস্তুতির জন্যই মালয়েশিয়ার ঢাকায় আসা। অতিথিদের কোচ নিজেদের মূল্যায়নের পাশাপাশি প্রশংসা করলেন বাংলাদেশেরও, ‘আমার দলের অধিকাংশ খেলোয়াড় প্রস্তুত নয়। তাদের ফিটনেস দেখছি। আমি জানি বাংলাদেশ আগে থেকেই প্রস্তুত, খেলোয়াড়রা দ্রুত গতির। আজ আমাদের রক্ষণভাগ একদম পরাস্ত। অধিকাংশ খেলোয়াড় প্রথমবার বড় মাঠে এত দর্শকের সামনে খেলেছে। তাই তারা কিছুটা আতঙ্কিত ছিল।’


এই বিভাগের আরও সংবাদ