• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের কফিতে মরা মাছি, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলা ২৪ বিডি নিউজ:
আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

কফিতে মরা মাছি পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল নগরীর বান্দ রোডের চাঁদমারী এলাকার হোটেল গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (৬ জুলাই) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগকারীর প্রতিনিধি এবং হোটেল প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়। অভিযোগকারী হলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশালের উপ-পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, ‘২ জুলাই হোটেল গ্র্যান্ড পার্কে কফি পান করতে যান অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। সেখানে এক কাপ কফি অর্ডার করেন। পানের সময় দেখতে পান কফির মধ্যে মরা মাছি। এরপর হোটেল থেকে যথাযথ প্রমাণপত্র নিয়ে বের হন। পরবর্তী সময়ে ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ দেন। বুধবার অভিযোগের শুনানি হয়। শুনানিতে হোটেল কর্তৃপক্ষ কফিতে মরা মাছি থাকার কথা স্বীকার করেন। পরে হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

 

উপ-পরিচালক আরও বলেন, ‘নিয়ম রয়েছে ভোক্তা অধিকারের কেউ অভিযোগ দিলে তা গ্রহণ করে শুনানি অনুষ্ঠিত হবে। তবে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হলে সেখান থেকে কোনও অর্থ পাবেন না অভিযোগকারী। এ জন্য জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’


এই বিভাগের আরও সংবাদ